বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান যেন একই সূত্রে গাঁথা।একটি ছাড়া অন্যটিকে কল্পনা করা যায় না। আজ আমরা যে স্বাধীন বাংলাদেশে বসবাস করছি, সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে হয়তো সম্ভব হত না! বঙ্গবন্ধু, তোমার বলিষ্ট ও সাহসী নেতৃত্বে সারা বাংলার মানুষ যেভাবে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল, সেই নেতৃত্ব, বাঙ্গালী জাতিয়তাবোধ, মুক্তিযুদ্ধের চেতনাবোধের আজ বড় অভা
ব। মনে হয় আবারও যেন তোমার আগমন দরকার। তোমার অনুপস্থিতি হয়তো কোনদিনও আমরা বাঙ্গালী জাতি আর পূরণ করতে পারব না! তুমি এই স্বাধীন বাংলাদেশ দিয়ে আমাদের করেছ ঋনী, তোমার এই ঋৃণ আমরা কোনদিনই শোধ করতে পারবে না।তুমি পরপারে থেকে শুধুু এইটুকু দোয়া করিও, তোমার এই স্বাধীন বাংলাদেশকে যেন আমরা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি। হে মহান, জাতির পিতা আজকে তোমার এই জন্মদিনে তোমারে স্মরি, শুভ জন্মদিন হে বঙ্গবন্ধু। তোমার লালিত স্বপ্ন বাস্তবায়নে আমাদের সেই শক্তি, সাহস ও কর্ম উদ্দিপনা দাও যেন আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি।
ব। মনে হয় আবারও যেন তোমার আগমন দরকার। তোমার অনুপস্থিতি হয়তো কোনদিনও আমরা বাঙ্গালী জাতি আর পূরণ করতে পারব না! তুমি এই স্বাধীন বাংলাদেশ দিয়ে আমাদের করেছ ঋনী, তোমার এই ঋৃণ আমরা কোনদিনই শোধ করতে পারবে না।তুমি পরপারে থেকে শুধুু এইটুকু দোয়া করিও, তোমার এই স্বাধীন বাংলাদেশকে যেন আমরা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি। হে মহান, জাতির পিতা আজকে তোমার এই জন্মদিনে তোমারে স্মরি, শুভ জন্মদিন হে বঙ্গবন্ধু। তোমার লালিত স্বপ্ন বাস্তবায়নে আমাদের সেই শক্তি, সাহস ও কর্ম উদ্দিপনা দাও যেন আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি।
মহান এই মুক্তিযুদ্ধের নায়ক, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, সর্ব কালের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিনে বাংলাদেশ ওরাওঁ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন (বোয়া) তার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে।